EN

আমাদের সম্পর্কে

এ সময়ে আমাদের ভাবনা

মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মােকাবেলায় বিশ্বায়নের এ যুগে আমাদের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সৃজন ফার্মাসিউঃটিক্যালস (ইঁউনড়ানী) সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে ৷ আমাদের উৎপাদিত প্রাণদায়িনী উদ্দীপক উপাদান সমৃদ্ধ ঔষধ বিজ্ঞানের সর্বাধুনিক মানদন্ডে, ক্লিনিক্যাল টেস্টে, অত্যাশ্চর্য কার্যক্ষম্তা ও ফল’প্ৰদতা প্রমাণিত হয়েছে 1 দেশের খ্যাতিমান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষা নিরীক্ষার পর আমাদের যাবতীয় তরল ঔষধ, ট্যাবলেট, ক্যাপসুল ও ফুড প্রডাক্ট উৎপাদন ও বাজারজাত করণ হয়ে থাকে ৷ সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে,
সর্বোৎকৃষ্ট হার্বাল ঔষধ উৎপাদন করার মাধ্যমে মানব সেবাই আমাদের অঙ্গীকার ৷

সৃজন ফার্মাসিউটিক্যালস (ইউনানী) বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে উদ্ভাবনী চিন্তা-ঢেতনা নিয়ে নিজস্ব আধুনিক গবেষণাগারে রোগ নিরাময়ের ঔষধ প্রস্তুতকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে উদ্যমী, অভিজ্ঞ ইউনানী ঔষধ বিজ্ঞানী, আধুনিক ফার্মাসিষ্ট, কমিষ্ট ও টেকনিশিয়ানসহ তরুণ কর্মীদের সমাবেশ ঘটিয়েছে ৷

ইঊনানী চিকিৎসা বিজ্ঞান আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী এক মূল্যবান জাতীয় সম্পদ এবং উপমহাদেশের অন্যতম দেশীয় চিকিত্সা পদ্ধতি ৷ যীশু খৃন্টের জন্মের প্রায় ৮৬০-৩৭৭ বছর পূর্বে হিগােক্রেটস (বোকরাত) গ্রীস দেশে চিকিৎসা বিজ্ঞানের বুনিয়াদ স্থাপন করেন ৷ পরবর্তী কালে গ্রীস চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন, গ্লেটো, এবিষ্টটল, সক্রেটিস প্রমুখ বিজ্ঞানীগণ এই বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে যান ৷ এই চিকিৎসা বিজ্ঞানের  পরিচিতি সূচক “ইউনানী” শব্দটি এসেছে ”ইঁউনড়ান” শব্দ থেকে 1 মূলতঃ বিজ্ঞান চর্চারআদি বিশ্ব ইউনান তথা গ্রীস দেশের প্রাচীন বিজ্ঞান ও দর্শন থেকে আহরিত বলেই এর নাম ইউনানী চিকিৎসা বিজ্ঞান ৷

জীবনের উৎস প্রকৃতি প্রাণ সৃষ্টির আদিকাল থেকেই মানুষ প্রকৃতিকে ভর করে বেঁচে আছে ৷ লতা-গুল্ম ও খনিজ থেকে খুঁজে নিয়েছে প্রাণদায়িনী যাবতীয় উপাদান ৷ নিরাময়ের জন্য মানুষ উদ্ভিদকে ঔষধ হিসেবে সেই আদিকাল থেকে ব্যবহার করে আসছে ৷ আধুনিক কালেও বিভিন্ন প্রক্রিয়ায় উপকরণ উদ্ভিদ থেকে আহরণ করছে ৷ যেমন ‘সিনকােনা’ থেকে ‘কূইঁনাইন’, ‘আফিম’ থেকে ‘মরফিন’, ‘ডিজিটালিস’ থেকে ‘ডিজক্সিন’ , ‘এট্রোপা ণ্…বলাডেনো’ থেকে ‘ এট্রোপিন’ , ‘ টেক্সাস’ প্রজাতি থেকে ‘ টেক্সে1ল’ ইত্যাদি গবেষণাগাংর রাসায়নিক ঔষধ উদ্ভাবনের সূত্র ঔষধি উদ্ভিদ থেকে এসেছে ।

চিকিত্সা বিজ্ঞানের জনক হিপােক্রেটস থেকে শুরু করে আধুনিক চিকিত্সা বিজ্ঞানের জনক ইবনে সিনা, হাকীম আজমল খান, হড়াকীম হাবিবুর রহমানের পথ ধবে ইউনানী চিকিৎসা বিজ্ঞান আধুনিক প্রযুক্তি নির্ত্য1′ গবেষণার মাধ্যমে বিকল্প চিবিভূঁৎসা ছুঁধারা হিসেবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঐতিহ্যবাহী ল্যেকাযত হার্বাল চিকিৎৰুসাধ্ পদ্ধতিবুক স্বীকৃতি দেয় এবৎ পদ্ধতি উন্নয়নে সৰ্বচ্চ উন্নয়নে গুরুত্ব আরোপ করে।

ইউনানী পদ্ধতি সাম্প্রতিক কালে দেশ-বিদেশের ঔষধ বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানীদের সমন্বিত উভ্রুদ্যাগে এই ঐতিহ্যবাহী চিকিৎসা বিজ্ঞানকে আরো গতিশীল করেছে৷ সিনথেটিক ঔষধের পার্শ্বপ্ৰতিক্রিয়া, প্রকৃতি বিরূপ খাদ্যাভাস, পরিবেশ দূষণ প্রভৃতি কারণে মানুষ আবারও প্রকৃতির দিকে মুখ ফিরিয়েছে ৷

ইউনানী, আযুর্বেদিক, হোমিওপ্যাথিক ও এরু1ৰ…লাপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের পাশাপাশি বিশ্ব জুড়ে হাবাঁল ও ভেষজ চিকিৎসা বিজ্ঞানের ক্রমােন্নতি সামগ্রিকভাবে চিকিৎসা শাস্ত্র ও প্ৰয়ােগিক ঔষধের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে ৷ সাধারণ রোগ ছাড়াও বেশ কিছু জটিল, কঠিন ও দীর্ঘস্থায়ী রোগের স্থায়ী প্রতিকারের ক্ষেত্রে এ সব ভেষজ ঔষধ অধিকতর কার্যকর ৷ সক্রিয় ভেষজাৎশ বা সক্রিয় ঔষধি উপাদান, নিষ্কাশন,
বিশোধন, দ্রবন, রঞ্জন, সুস্বাদৃকরণ, কার্যকর ভেষজমান উন্নতিকরণ, কার্যকারিতা, ঔষধের জীবনকাল পর্যন্ত অক্ষুন্ন রাখা এখন সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভব হচ্ছে ৷ এ ছাড়া আঙ্গিক ও বৈষয়িক গ্রহণযোগ্যতা বৃদ্ধিকরণ, রাসায়নিক ও জীবনুজ রূপান্তর প্রতিহতকরণ এবং সংরক্ষণের বিভিন্ন ধরণের উপযোগী উপাদান ও যােজক ঔষধ তৈরীর ক্ষেত্রে বিজ্ঞান সম্মত পদ্ধতি ও বিশ্বমানের আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

ব্যবস্থাপনা প্রসঙ্গেঃ সৃজন ফার্মাসিঊটিক্যাল (ইঊনানী) এর সার্বিক ব্যবস্থাপনায়
রয়েছে এক ব্যতিক্রমধর্মী

বৈশিষ্ট্যঃ

প্রথমত  কোম্পানীর প্রোপাইটার একজন সফল আবিষ্কারক, যিনি ইতিপূর্বে প্রস্তুতকৃত সজীব কেমিক্যাল কেম্পোনী মিঃ (ব্লেমি প্রসাধনী) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ৷ তিনি রাজধানী হোমিও ল্যাবরেটরী ও সৃজ্যা ফার্মাসিউটিক্যালস্ ইঊনানী এর কর্ণধার ৷ এছাড়াও স্বনামধন্য সমাজ সেবক, উদারমনের অধিকারী একজন সফল শিল্পপতি ৷ তিনি বিগত ৩/১১/২০১০ ইং তারিখে পরলোকগমন করেন 1
তীর অনুপস্থিতিতে তাঁর সুযােগ্য সহধর্মিনী এই প্রতিষ্ঠানের কার্যভার হাতে নিয়েছেন ৷ তাছাড়া এই প্রতিষ্ঠানে রয়েছে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যথা- কার্চামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের বিভিন্নধাপ পরিচালনার জন্য ইঊনানী ফাযাঁসিষ্ট, মডার্ন ফার্মাসিষ্ট, বায়ােকেমিষ্ট ও বোটানিষ্ট
বাজারজাত করণের সাথে সংশ্লিষ্ট সকল পেশার সমন্বয়ে গঠিত একদল সুশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিরর্গের একটি সুন্দর টিম ৷ এছাড়া বাজার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সুশিক্ষিত, অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিবৃন্দ, যারা তাদের পেশাদারী দক্ষতা দিয়ে আপনার চাহিদা পূরণের কাজে নিবেদিত আছেন 1