উপাদানঃ
প্রতি ১০০ মিঃ লিঃ এ আছে।
রাজআলফা 5 মিলি
এভেনা সিটি 5 মিলি
Ginseng 2 মিলি
সিনাচোনা 0.25 মিলি
হাইড্রাস্টিস 0.25 মিলিগ্রাম
কালি আরএস 4x 1 মিলি
কালী ফোস 3x 1 মিলি
ফরম সম্পদ 6x 1 মিলি
ক্যালচেয়া ফোস 6x 0.5 মি
কার্যকারিতাঃ
ভগ্ন স্বাস্থ্য পূনরুদ্ধারে রাজআলকা অত্যন্ত কার্যকর ।
রাজআলকা শরীলে প্রচুর রক্ত সঞ্চারিত করে মানসিক ও স্নায়ুবিক শিক্তি বৃদ্ধি করে মাতৃদুগ্ধ বৃদ্ধি ও দেহের ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
রাজআলকা ক্ষুধা ও হজম শক্তি বাড়িয়ে দেয় ।
সর্বোপরি শরীরের স্বভাবিক গতিতে বৃদ্ধি করে এবং সুস্থাস্থের অধিকারী করে তোলে।
মাত্রা ও সেবন বিধিঃ
প্রাপ্ত বয়স্কঃ ১ টেবিল চামচ শিশু ১ থেকে ১২ বছর প্রযন্ত ১ চা চামচ ।১৩ থেকে ১৮ বছর ২ চা-চামচ দিনে ৩ বার খাবার ১ ঘন্টা পূর্বে অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ি ।
আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন । খাবার পূর্বে ভাল ভাবে ঝাকিয়ে নিন ।